• 13 hours ago
বাবা-মায়ের স্বপ্নপূরণ করলেন ছেলে ৷ কুড়ি বছর ধরে তাঁদের স্বপ্ন ছিল গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন ৷ মঙ্গলে মকর সংক্রান্তির সকালে ছেলে বাবা-মাকে গঙ্গাসাগর এনে তাঁদের স্বপ্নপূরণ করলেন ৷ বহু বছর ধরে শারীরিক অসুস্থতা ও নানা সমস্যার কারণে গঙ্গাসাগরে আসাই হচ্ছিল না ওই বাবা-মার। তবে এবার ছেলে গৌরি শঙ্কর সাধু বয়স্ক বাবা ও মাকে নিয়ে এসেছেন গঙ্গাসাগরে। সুদূর ছত্তিশগড় থেকে মাকে হুইল চেয়ারে বসিয়ে কপিলমুনির দর্শন ও সাগর স্নান করাতে নিয়ে এসেছেন তিনি। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে গৌরিশঙ্করের বাবা ও মায়ের ইচ্ছে ছিল একবার হলেও মকরসংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে এসে তাঁরা মকরস্নান করে পুণ্য অর্জন করবেন ৷ গৌরি শঙ্কর বলেন, "গত কয়েক বছর এই মকর সংক্রান্তি তিথিতে মায়ের শরীর সুস্থ ছিল না ৷ মা শুধুমাত্র মনের জোরকে সঙ্গী করে গঙ্গাসাগরে এসেছে। শেষ পর্যন্ত এই পুণ্যভূমিতে আসতে পেরে আমি খুব আনন্দিত।" বাবা চলাফেরা করতে পারলেও মা ভীষণ অসুস্থ, তাই তাঁকে হুইল চেয়ারে বসিয়েই তীর্থে নিয়ে এসেছেন গৌরিশঙ্কর। খুশি তাঁর বাবা-মাও। এখানে আগামী দু'দিন থেকে পুণ্যস্নান সেরে বাবা কপিলমুনির মন্দিরে পুজো দেবেন পরিবারের সকলের মঙ্গল কামনায়। এরপর রওনা দেবেন বাড়ির উদ্দেশে। তার পাশাপাশি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুশি ছেলে। 

Category

🗞
News
Transcript
00:00In modern times, the Buddha's parents have to leave their children at the age of adolescence or adolescence.
00:08Because the Buddha's parents do not want to be a part of their children's last moments.
00:14But the Buddha's parents' last wish was to come to the Ganga Sea,
00:19and finally visit Gopi Muni Dasan and Ganga Shan.
00:23To fulfill that Buddha's parents' last wish,
00:27the Buddha's parents have come from Chhattisgarh.
00:31Ganga Sagar.
00:33How old is your mother?
00:35My mother is 85-86 years old.
00:38I have come to Ganga to take a bath with my mother and father.
00:47So that by taking a bath in the Ganga, one can attain liberation.
00:51I have come to take a bath in the Ganga for the first time.
00:56And this moment and importance is on the day of Makar Sankranti.
01:01So for that, I took my mother and father by train, then by taxi, and so on.
01:07This has given me a lot of confidence and happiness.
01:10I am happy.
01:11I have brought my mother and father.
01:13No one gets this opportunity again and again.
01:15So I have brought them as soon as I got the opportunity.
01:18Your son, your dream was to take a bath in the Ganga Sagar.
01:22I have come to Ganga to take a bath in the Ganga Sagar.
01:31I feel good.
01:33I feel good.
01:35I have come to Ganga to take a bath in the Ganga Sagar.
01:37Not only has he come to Ganga Sagar,
01:40he has also come to Ganga Sagar to visit the Kapil Muni Temple
01:45and to visit the Buddha's parents in Chhattisgarh.
01:51I wish him all the best from the Ganga Sagar of South Chhattisgarh.

Recommended