Pakistan যেন \'সমুদ্রের\' রূপ নিয়েছে

  • 2 years ago
পাকিস্তান যেন জলে ভাসছে। পাকিস্তানের একাধিক এললাকায় ভাসতে শুরু করেছে এক নাগাড়ে বৃষ্টির জেরে। পাকিস্তানের দক্ষিণ অংশ থেকে শুরু করে খাইবার পাখতুনওয়া সহ একাধিক এলাকার মানুষের জীবনযাপন কার্যত দুঃসহ হয়ে উঠতে শুরু করেছে বন্যার জেরে।

Recommended